বাংলা৭১নিউজ,(চুয়াডাঙ্গা)প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ পনেরসতিপাড়ায় ডাকাতি হয়েছে। ডাকাতিকালে ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছে গৃহকর্তা। ছিনিয়ে নিয়ে গেছে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল।
মঙ্গলবার ভোররাতে হাসাদাহ পনেরসতি পাড়ার মৃত বদর উদ্দিনের ছেলে হাজি আব্দুল্লাহ আল মামুনের (৫০) বাড়িতে একদল ডাকাত তাণ্ডব চালিয়ে ডাকাতি করে। গৃহকর্তা মামুন জানান, ভোরে একদল মুখোশধারী ডাকাত অস্ত্র হাতে আমার বাড়ির গেট কেটে প্রবেশ করে। এ সময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের ভেতরে ঢুকে নগদ ২০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণের গহনা, তিনটি মোবাইল ফোন ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। আমি চিৎকার করলে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় ও পায়ে কোপ মেরে পালিযে যায়। পরবর্তীতে বাড়ির সবাই চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে আমাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নেয়।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জীবননগর ও দামুড়হুদা সার্কেলের এএসপি আবু রাসেল। জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, হাসাদহ পনেরশতী পাড়ায় গৃহকর্তাকে জিম্মি করে নগদ অর্থ ও মালামাল লুটের সংবাদ পেয়ে আমরা সেখানে যায় এবং ঘটনাস্থল পরিদর্শন করি। পুলিশ বিষয়টি তদন্ত করছে, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।
বাংলা৭১নিউজ/এসআর