রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণে নাশকতার সন্দেহের কথা জানিয়েছেন র্যাবের ডিজি খুরশীদ হোসেন।
মঙ্গলবার রাতে সাড়ে ৯টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
র্যাব ডিজি বলেন, ‘এটি বড় ধরনের একটি দুর্ঘটনা। আমাদের প্রধান কাজ এখন হতাহতদের এখান থেকে সরিয়ে নেয়া এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা।’
সম্প্রতি রাজধানীসহ দেশের কয়েক জায়গায় এ ধরনের ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিস্ফোরণের ঘটনা নাশকতা কিনা; তা এখনও বলা যাচ্ছে না। র্যাবের গোয়েন্দা দল এ ব্যাপারে তদন্ত করছে। তারপর বলতে পারব বিষয়টা কী। অন্য বাহিনীর সঙ্গে সম্মিলিত প্রচেষ্টায় কাজ করছি।’
ঘটনাস্থলে বিস্ফোরক কিছু পাওয়া গেছে কি না, জানতে চাইলে খুরশীদ হোসেন বলেন, ‘ভবনের আন্ডারগ্রাউন্ডে কয়েকটি কক্ষ আছে, ঢুকতে পারলে বলা যাবে।’
এটা নাশকতা কি না, জানতে চাইলে র্যাব ডিজি বলেন, ‘ধারণা করে বলা ঠিক হবে না। তবে সাম্প্রতিক ঘটনাবলী লক্ষ্য করলে একটু সন্দেহ থাকতেই পারে যে অন্য কিছু কাজ করছে কি না। তবে র্যাবের গোয়েন্দারা কাজ করছে।’
বাংলা৭১নিউজ/একে