বাংলা৭১নিউজ, বগুড়া : গুলশান হামলায় নিহত জঙ্গি খায়রুল ওরফে পায়েলের সহযোগী আবদুল হাকিম ও তার বন্ধু মাহমুদুল হাসান বিজয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছেন।
আজ দুপুর ১২টার দিকে বগুড়ার শহীদ টিটু মিলনাতয়নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে তারা আত্মসমর্পণ করেন। এ সময় র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আত্মসমর্পণ করা জঙ্গিরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল হাকিম ও গাইবান্ধার সাঘাটা উপজেলার মাহদুল হাসান বিজয়।
বাংলা৭১নিউজ/এন