বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল : স্থানীয় সরকারমন্ত্রী ‘ডিএসসিসির সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে’ ঢাকায় আসছেন ডোনাল্ড লু লোকসানে শিল্প মন্ত্রণালয়ের ২৮ প্রতিষ্ঠান : সংসদে শিল্পমন্ত্রী দেশে বিদ্যুতের চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি : নসরুল হামিদ ক্ষমতায় ও বিরোধী দলে থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি: নানক মুদ্রানীতি ও আর্থিকনীতি সমন্বয়ে ব্যবস্থাপনাগত দুর্বলতা আছে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজারী কমিটির সভা অনুষ্ঠিত সংকট সামাল দিতে শক্ত নেতৃত্ব প্রয়োজন: প্রধানমন্ত্রী ভোটের আগের দিন নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত আমরা একসঙ্গে জয়ী হব: শপথ নিয়ে বললেন পুতিন তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু মাধ্যমিকের ৩১ বইয়ে ১৪৭ ভুল, স্কুলে যাচ্ছে সংশোধনী জিম্বাবুয়েকে ১৬৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ মাঝ-আকাশে নারী যাত্রীদের ঝগড়া-হাতাহাতি, জরুরি অবতরণ করলো ফ্লাইট সব হজযাত্রী সঠিক সময়ে যাবেন, সঠিক সময়ে ভিসাও হবে : ধর্মমন্ত্রী ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত নতুন স্মার্টকার্ড বিতরণ শুরু জনগণকে নিরপেক্ষভাবে সেবা দেওয়ার তাগিদ আইজিপির শিশুদের শুধু আইনের মাধ্যমে সুরক্ষা দেওয়া কঠিন : ডেপুটি স্পিকার বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহী ব্রিটিশ সরকার

গুলশান-বনানীতে ‘ঢাকা চাকা’ চালু হচ্ছে আজ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১০ আগস্ট, ২০১৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন এলাকায় আজ থেকে চালু হচ্ছে ‘ঢাকা চাকা’ নামে শীতাতপ নিয়ন্ত্রিত গণপরিবহন। একই সাথে চালু হবে রঙিন রিকশাও।

প্রাথমিক অবস্থায় ৩০টি বাস ও ৫০০টি রিকশা নামানো হবে। ওইসব এলাকার বাসিন্দাদের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি যাত্রীদের স্বাচ্ছন্দ্যময় ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার লক্ষে এ সেবা চালু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

নির্বাচিত হওয়ার পর থেকেই মেয়র আনিসুল হক রাজধানীর পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনার ঘোষণা দেন। দুই শতাধিক কোম্পানির অধীনে থাকা গণপরিবহনগুলোকে মাত্র পাঁচটি কোম্পানিতে নামিয়ে আনা এবং নির্দিষ্ট রুটে আলাদা রঙের গাড়ি চালানোর ঘোষণা দেন তিনি।

এ নিয়ে পরিবহন মালিকদের সাথে দফায় দফায় মিটিং করার পরও আশানুরূপ অগ্রগতি করতে পারেননি মেয়র।

তবে সম্প্রতি গুলশানের হোলে আর্টিজানে জঙ্গি হামলার পর দ্রুত পাল্টে যায় দৃশ্যপট। মেয়র গুলশানের পাশাপাশি কূটনৈতিক এলাকা বনানী, বারিধারা ও নিকেতন এলাকার স্থানীয় সোসাইটির নেতাদের এ ব্যাপারে সম্মত করতে সমর্থ হন। এরপর সোসাইটির নেতাদের উদ্যোগে ওইসব এলাকায় নির্দিষ্ট রঙের বাস ও রিকশা নামানোর পরিকল্পনা নেয়া হয়।

পুলিশও এ ব্যাপারে সহায়তার জন্য এগিয়ে আসে। তারই সফল বাস্তবায়ন ঘটতে যাচ্ছে আজ। ডিএনসিসি সূত্রে জানা যায়, ‘ঢাকা চাকা’ নামে অত্যাধুনিক এয়ারকন্ডিশন্ড সার্কুলার বাস সার্ভিস কাকলি মোড় থেকে হাতিরঝিলসংলগ্ন কনকর্ড পুলিশ প্লাজা পর্যন্ত চলবে। প্রাথমিকভাবে ৩০টি গাড়ি নামানো হবে। এরপর পর্যায়ক্রমে উত্তর সিটির সব এলাকায় চলবে এই এসি বাস সার্ভিস।

বাসের ভাড়া নেয়া হবে ১৫ টাকা করে। সেই সাথে এ অঞ্চলের জন্য ৫০০টি রেজিস্ট্রেশনকৃত নির্ধারিত রঙের ও নির্ধারিত ভাড়ার নিয়ন্ত্রিত রিকশাও চালু হবে। এ জন্য বাসের ড্রাইভার ও রিকশার চালকদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে।

সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, গুলশান, বারিধারা, বনানী, নিকেতনসহ কূটনৈতিক এলাকাকে নিরাপদ করার পাশাপাশি এখানকার যাত্রীসাধারণের স্বাচ্ছন্দ্যময় ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার লক্ষ্যে ডিএনসিসির সার্বিক তত্ত্বাবধানে, ডিএমপির সহায়তায় এবং স্থানীয় সোসাইটিগুলোর উদ্যোগে এ সার্ভিস দু’টি চালু করা হচ্ছে।

নতুন বাস ও রিকশা চলাচলের উদ্বোধন উপলে আজ বেলা ১১টায় গুলশান-১ নম্বর সার্কেলে কনকর্ড পুলিশ প্লাজায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে ডিএনসিসি। স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ সার্ভিস দু’টির উদ্বোধন করবেন।

মেয়র আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহ, পুলিশের আইজি এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, এফবিসিসিআই প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ প্রমুখ উপস্থিত থাকবেন।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com