বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দুইজনকে আটকের কথা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেলো বাংলাদেশির আজই কারামুক্ত হবেন ডেসটিনির রফিকুল আমীন-হোসেন, আশা আইনজীবীর ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করলেন ইরানের প্রেসিডেন্ট সাড়ে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার টিউলিপ ও পুতুলের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে বিচারের আশা আসিফ নজরুলের ছাত্রীদের আবাসনের জন্য মাসে ৩ হাজার টাকা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা গাজীপুরে দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’ মারা গেছেন সাবেক আইজিপি আজিজুল ৩ কোটি টাকা মূল্যের শো-রুমের গাড়ি নিয়ে লাপাত্তা : গ্রেপ্তার ৫ দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান প্রাথমিকে শিক্ষক বদলি শুরু, চলবে মার্চ পর্যন্ত ক্যান্সার আক্রান্ত গৃহবধূকে গলাকেটে হত্যা ইসি গঠনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বিধান বাতিলের প্রস্তাব ফেনীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তাবলিগ জামাতের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

গুলশান-বনানীতে ‘ঢাকা চাকা’ চালু হচ্ছে আজ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১০ আগস্ট, ২০১৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন এলাকায় আজ থেকে চালু হচ্ছে ‘ঢাকা চাকা’ নামে শীতাতপ নিয়ন্ত্রিত গণপরিবহন। একই সাথে চালু হবে রঙিন রিকশাও।

প্রাথমিক অবস্থায় ৩০টি বাস ও ৫০০টি রিকশা নামানো হবে। ওইসব এলাকার বাসিন্দাদের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি যাত্রীদের স্বাচ্ছন্দ্যময় ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার লক্ষে এ সেবা চালু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

নির্বাচিত হওয়ার পর থেকেই মেয়র আনিসুল হক রাজধানীর পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনার ঘোষণা দেন। দুই শতাধিক কোম্পানির অধীনে থাকা গণপরিবহনগুলোকে মাত্র পাঁচটি কোম্পানিতে নামিয়ে আনা এবং নির্দিষ্ট রুটে আলাদা রঙের গাড়ি চালানোর ঘোষণা দেন তিনি।

এ নিয়ে পরিবহন মালিকদের সাথে দফায় দফায় মিটিং করার পরও আশানুরূপ অগ্রগতি করতে পারেননি মেয়র।

তবে সম্প্রতি গুলশানের হোলে আর্টিজানে জঙ্গি হামলার পর দ্রুত পাল্টে যায় দৃশ্যপট। মেয়র গুলশানের পাশাপাশি কূটনৈতিক এলাকা বনানী, বারিধারা ও নিকেতন এলাকার স্থানীয় সোসাইটির নেতাদের এ ব্যাপারে সম্মত করতে সমর্থ হন। এরপর সোসাইটির নেতাদের উদ্যোগে ওইসব এলাকায় নির্দিষ্ট রঙের বাস ও রিকশা নামানোর পরিকল্পনা নেয়া হয়।

পুলিশও এ ব্যাপারে সহায়তার জন্য এগিয়ে আসে। তারই সফল বাস্তবায়ন ঘটতে যাচ্ছে আজ। ডিএনসিসি সূত্রে জানা যায়, ‘ঢাকা চাকা’ নামে অত্যাধুনিক এয়ারকন্ডিশন্ড সার্কুলার বাস সার্ভিস কাকলি মোড় থেকে হাতিরঝিলসংলগ্ন কনকর্ড পুলিশ প্লাজা পর্যন্ত চলবে। প্রাথমিকভাবে ৩০টি গাড়ি নামানো হবে। এরপর পর্যায়ক্রমে উত্তর সিটির সব এলাকায় চলবে এই এসি বাস সার্ভিস।

বাসের ভাড়া নেয়া হবে ১৫ টাকা করে। সেই সাথে এ অঞ্চলের জন্য ৫০০টি রেজিস্ট্রেশনকৃত নির্ধারিত রঙের ও নির্ধারিত ভাড়ার নিয়ন্ত্রিত রিকশাও চালু হবে। এ জন্য বাসের ড্রাইভার ও রিকশার চালকদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে।

সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, গুলশান, বারিধারা, বনানী, নিকেতনসহ কূটনৈতিক এলাকাকে নিরাপদ করার পাশাপাশি এখানকার যাত্রীসাধারণের স্বাচ্ছন্দ্যময় ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার লক্ষ্যে ডিএনসিসির সার্বিক তত্ত্বাবধানে, ডিএমপির সহায়তায় এবং স্থানীয় সোসাইটিগুলোর উদ্যোগে এ সার্ভিস দু’টি চালু করা হচ্ছে।

নতুন বাস ও রিকশা চলাচলের উদ্বোধন উপলে আজ বেলা ১১টায় গুলশান-১ নম্বর সার্কেলে কনকর্ড পুলিশ প্লাজায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে ডিএনসিসি। স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ সার্ভিস দু’টির উদ্বোধন করবেন।

মেয়র আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহ, পুলিশের আইজি এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, এফবিসিসিআই প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ প্রমুখ উপস্থিত থাকবেন।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com