শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেফতার ডুমুরিয়ায় অস্তিত্ব সংকটে ৭ নদী জাপানে শক্তিশালী ৬.৫ মাত্রার ভূমিকম্প রাস্তা পারাপারের সময় দ্রুত গতির বাসচাপায় নারী নিহত রোববার থেকে ফের তিনদিনের হিট অ্যালার্ট জারি হতে পারে দাবদাহে ঢাকায় উৎপাদনশীল খাতে বছরে ক্ষতি ২৭০০ কোটি ডলার ঘুমন্ত হেলপারকে পুড়িয়ে হত্যা: একজনের দায় স্বীকার, দুজনের রিমান্ড ভারতীয় মসলায় ক্যানসারের উপাদান: তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র দেশে আলাদা ফরেনসিক বিশ্ববিদ্যালয় এখন সময়ের দাবি : সিআইডি প্রধান গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক ৩ মাসে গ্রামীণফোনের আয় ৩৯৩২ কোটি টাকা, গ্রাহক বেড়েছে ১০ লাখ পাঁচদিনে সোনার দাম কমলো ৬৪৯৭ টাকা প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রতিমন্ত্রীর ঢাকায় দিনে-দুপুরে জুয়েলারি ব্যবসায়ীর সর্বস্ব লুট বনানীতে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন হাসপাতালে ডাক্তার না থাকায় অনেককে শোকজ করা হয়েছে বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু ভুয়া তথ্য ছড়িয়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের প্রভাবিত করতেন তারা

গুলশানে হামলার ঘটনায় রাষ্ট্রপতির নিন্দা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২ জুলাই, ২০১৬
  • ১০২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর গুলশানের ‘হলি আর্টিসান বেকারি’ রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার নিন্দা ও হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

একই সঙ্গে ‘ন্যক্কারজনক’ এ ঘটনার দ্রুত অবসানে যৌথবাহিনীর প্রশংসনীয় অবদানের জন্য ধন্যবাদ জানান তিনি।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ‘আল্লাহু আকবর’ বলে একদল অস্ত্রধারী গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালালে অবস্থানরত অজ্ঞাত সংখ্যক অতিথি সেখানে আটকা পড়েন।

১২ ঘণ্টা পর সকালে কমান্ডো অভিযানের মধ্য দিয়ে সঙ্কটের রক্তাক্ত অবসান ঘটেছে।

একঘণ্টার অভিযান শেষে শ্রীলঙ্কার দুই নাগরিকসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। অভিযানে ৬ অস্ত্রধারী নিহত এবং আরও একজনকে আটক করার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে রেস্তোরাঁর ভেতর থেকে ২০ জনের মৃতদেহ উদ্ধার করার কথা জানায় আইএসপিআর। এছাড়া প্রথম দফায় হামলা ঠেকাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন বলেন, “ন্যাক্কারজনক এ ঘটনার অবসানে দায়িত্বপালন করতে গিয়ে দুই জন পুলিশ কর্মকর্তাসহ ঘটনার শিকার হয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি

ভুটানের রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুকের আমন্ত্রণে চারদিনের সফরে বর্তমানের দেশটিতে অবস্থান করছেন আবদুল হামিদ। সোমবার তার দেশে ফেরার কথা রয়েছে।

প্রেস সচিব জানান, সন্ত্রাসী হামলার ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আলোচনা হয়েছে।

ঘটনার দ্রুত সমাধানে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধনব্যাদ জানান রাষ্ট্রপতি।

প্রেস সচিব বলেন, “রাষ্ট্রপতি ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণকারীদের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের আশু আরোগ্য কামনা করেছেন।”

“তিনি অবরুদ্ধদের মুক্ত করতে যৌথ অভিযানে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং আশা করেন, ভবিষ্যতেও জাতীয় যেকোনো প্রয়োজনে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ভূমিকা পালনে সক্ষম হবে।”

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com