বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর গুলশানের ‘হলি আর্টিসান বেকারি’ রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার নিন্দা ও হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
একই সঙ্গে ‘ন্যক্কারজনক’ এ ঘটনার দ্রুত অবসানে যৌথবাহিনীর প্রশংসনীয় অবদানের জন্য ধন্যবাদ জানান তিনি।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ‘আল্লাহু আকবর’ বলে একদল অস্ত্রধারী গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালালে অবস্থানরত অজ্ঞাত সংখ্যক অতিথি সেখানে আটকা পড়েন।
১২ ঘণ্টা পর সকালে কমান্ডো অভিযানের মধ্য দিয়ে সঙ্কটের রক্তাক্ত অবসান ঘটেছে।
একঘণ্টার অভিযান শেষে শ্রীলঙ্কার দুই নাগরিকসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। অভিযানে ৬ অস্ত্রধারী নিহত এবং আরও একজনকে আটক করার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে রেস্তোরাঁর ভেতর থেকে ২০ জনের মৃতদেহ উদ্ধার করার কথা জানায় আইএসপিআর। এছাড়া প্রথম দফায় হামলা ঠেকাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন বলেন, “ন্যাক্কারজনক এ ঘটনার অবসানে দায়িত্বপালন করতে গিয়ে দুই জন পুলিশ কর্মকর্তাসহ ঘটনার শিকার হয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি
ভুটানের রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুকের আমন্ত্রণে চারদিনের সফরে বর্তমানের দেশটিতে অবস্থান করছেন আবদুল হামিদ। সোমবার তার দেশে ফেরার কথা রয়েছে।
প্রেস সচিব জানান, সন্ত্রাসী হামলার ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আলোচনা হয়েছে।
ঘটনার দ্রুত সমাধানে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধনব্যাদ জানান রাষ্ট্রপতি।
প্রেস সচিব বলেন, “রাষ্ট্রপতি ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণকারীদের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের আশু আরোগ্য কামনা করেছেন।”
“তিনি অবরুদ্ধদের মুক্ত করতে যৌথ অভিযানে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং আশা করেন, ভবিষ্যতেও জাতীয় যেকোনো প্রয়োজনে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ভূমিকা পালনে সক্ষম হবে।”
বাংলা৭১নিউজ/সিএইস