বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানী ঢাকার গুলশানে জিম্মি দশা থেকে এক জাপানি নাগরিককে উদ্ধার করা হয়েছে।
কিন্তু খোঁজ মিলছে না আরো ৭ জাপানি নাগরিকের।
এমন মন্তব্য করেছেন জাপান সরকারের মুখপাত্র। মন্ত্রীপরিষদের উপ প্রধান কোইচি হাগিউদা বলেছেন, হামলার সময় ওই রেস্তোরাঁয় মোট আটজন জাপানি নাগরিক ছিলেন। তার মধ্যে ৭ জনের হিসাব মিলছে না বলে তিনি জানান। এই ৭ জনের হিসাব না মেলাকে তিনি ‘আনএকাউন্ডেড’ শব্দ দিয়ে বর্ণনা করেছেন। এর অর্থ নিখোঁজও হতে পারে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।
বাংলা৭১নিউজ/সিএইস