বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর গুলশান ৭৯ নম্বর রোডে ‘হলি আর্টিসান বেকারি’ নামে একটি রেস্টুরেন্টে সন্ত্রাসী-পুলিশ গুলি বিনিময়ের অভিযানে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন নিহত হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসান বলেন, সালাউদ্দিনকে রক্তাক্ত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
লেকভিউ ক্লিনিকের খুব কাছে ৭৯ নম্বর রোডে হলি আর্টিজান বেকারি ও আশপাশ ঘিরে রেখেছে পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা। আকাশে টহল দিচ্ছে র্যাবের হেলিকপ্টার।
পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আবদুল আহাদের দেহরক্ষী মফিজুল ইসলাম বলেন, এডিসি আহাদ, গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) রফিক ও এসআই জিয়া, ভাটারা থানার পরিদর্শক ইয়াছিনসহ অন্তত ৫০ জন পুলিশকে আহত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেকারির ভেতরে কয়েকজন আটকা পড়েছেন বলেও জানিয়েছে র্যাব।
বাংলা৭১নিউজ/আরএম