বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর গুলশানের লেক ভিউ রেস্টুরেন্টে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলির ঘটনায় মারা গেলেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলামও।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা তিনি। গোয়েন্দা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এরআগে, সন্ত্রাসীদের গুলিতে আহত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ এখন ওই হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে।
বাংলা৭১নিউজ/এম