বাংলা৭১নিউজ,ঢাকা: রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারী ৬ জঙ্গি শক্তিবর্ধক ওষুধ খেয়েছিল কি না-তা পরীক্ষার জন্য রক্ত ও চুলের নমুনা চেয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন)। বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের কাছে এ নমুনা চেয়েছে তারা। এরই পরিপ্রেক্ষিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালের ফরেনসিক বিভাগের একটি প্রতিনিধি দল আজ নমুনা সংগ্রহ করবে বলে জানা গেছে।
ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গুলশানে নিহত ৬ জঙ্গির রক্ত ও চুলের নমুনা সংগ্রহ করবো।
রক্ত ও চুলের নমুনা সংগ্রহের জন্য বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। শর্তের মধ্যে রয়েছে, নিহত প্রত্যেকের হার্টের কাছাকাছি থেকে ১০ মিলিলিটার, হাত-পা থেকে ১০ মিলিলিটার রক্ত নিতে হবে। এছাড়া মাথার সামনে থেকে ১০টি, পেছনে থেকে ১০টি, মাথার ডান ও বাম পাশ থেকে ১০টি করে চুল সংগ্রহ করতে হবে। নমুনা সংগ্রহ করতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যাচ্ছেন বলেও জানান তিনি।
নিহত ৬ জঙ্গির লাশ সিএমএইচে রয়েছে।
উল্লেখ্য, ১ জুলাই রাতে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হামলায় ১৭ বিদেশি ও ২ পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হন। ২ জুলাই সকালে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ৬ জঙ্গি নিহত হয়।
বাংলা৭১নিউজ/সিএইস