বাংলা৭১নিউজ,ঢাকা: বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেছেন দলটির শীর্ষ নেতারা। রোববার সন্ধ্যা ৭টার দিকে বৈঠকটি শুরু হয়।
স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, ড. মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মো. শাজাহান, বরকত উল্লাহ বুলু, আলতাফ হোসেন চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবেদীন ফারুক, হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।
কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসনের মুক্তির আন্দোলন বিষয় এবং আসন্ন দুই সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণে করনীয় বিষয় সিদ্ধান্ত নেয়া হতে পারে।
বাংলা৭১নিউজ/জেএস