বাংলা৭১নিউজ,নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনির হোসেন এবং গুরুদাসপুর থানার ওসি সেলিম রেজাকে তিনদিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি ফ্যাক্সের মাধ্যমে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর এসে পৌঁছে।
১০ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে এমন পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন।
গুরুদাসপুর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন এবং গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা নানা কারণে বিতর্কিত। তাঁরা উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে নৌকার বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেনের পক্ষে কাজ করেছেন। সম্প্রতি কয়েকটি স্থানে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার বেশ কিছু ছবিসহ তিনি নির্বাচন কমিশন বরাবর অভিযোগ করেন।
এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন এবং ওসি সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তারা প্রত্যাহারের সত্যতা স্বীকার করেন।
গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম জানান নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দপ্তরে নতুন কর্মকর্তা পদায়ন বা দায়িত্ব ন্যস্ত করবেন।
বাংলা৭১নিউজ/এসএইচ