আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বিএনপির উত্থান। তাদের নেতাকর্মীদের মুখে গুম-খুনের অভিযোগ মানায় না। আজ সোমবার (২ মে) কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, হত্যা আর রক্তের মধ্য দিয়ে বিএনপির সৃষ্টি।
বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বিএনপির উত্থান হয়েছে। এদের নেতাকর্মীদের মুখে গুম, খুনের কথা মানায় না।
তিনি বলেন, ক্ষমতায় থাকতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তারা আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল। এটা দেশবাসী জানে, ভুলে যায়নি। ২১ আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে আন্দোলনের নামে ২০১৩-১৪-১৫ সালে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে। এ দেশে যত হত্যা-খুনের ঘটনা ঘটেছে, এসব অপকর্ম বিএনপি করেছিল। তারা কোন মুখে অন্যের ঘাড়ে দোষ চাপায়।
এ সময় ঈদ যাত্রা প্রসঙ্গে হানিফ বলেন, সড়ক ফোর লেন করাসহ যোগাযোগ খাতে অনেক উন্নতি হয়েছে। তাই আগের মতো এবার ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমেছে। মানুষ স্বস্তিতে ও নিরাপদে বাড়ি পৌঁছছে।
বাংলা৭১নিউজ/এবি