বাংলা৭১নিউজ, ডেস্ক: ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনীয় ফাইলসমূহ নিরাপদ সংরক্ষণের জন্য অনেকেই ক্লাউড স্টোরেজ সুবিধাগুলো বেছে নেন। এই ক্লাউড স্টোরেজ সেবাগুলোর মধ্যে ব্যবহারকারীদের কাছে গুগল ড্রাইভই পছন্দের প্রথম তালিকাতে রয়েছে। সম্প্রতি সেবাটিতে যুক্ত করা হয়েছেন নতুন আরো কিছু ফিচার। যার মাধ্যমে সংরক্ষিত ফাইলগুলি আরো সহজে গুছিয়ে রাখার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
গুগল ড্রাইভের যুক্ত হওয়া নতুন সুবিধায় সুবিধার ফলে এখন থেকে ‘Move’ বাটন চোখে সহজেই ব্যবহারকারীদের চোখে পড়বে। পাশাপাশি ড্রাগ এবং ড্রপ ফিচারটিকেও আরো উন্নত রূপ দেয়া হয়েছে বলে জানিয়েছে গুগল। এছাড়াও ব্যবহারকারীদের সাথে শেয়ার্ড ফাইলগুলো আরো সহজে সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে এতে।
ফলে গুগল ড্রাইভের নতুন এই সেবার মাধ্যমে যারা সার্চ টুল ব্যবহার করে যে ফাইলগুলো তারা গুছিয়ে রাখতে চান সেগুলোও খুব অনায়াসেই করে নিতে পারবেন। নতুন সুবিধাগুলো যুক্ত করার কারণে এখন থেকে নির্দিষ্ট ফাইল খুঁজে পাওয়ার পর ড্রাগ এবং ড্রপ অপশন ব্যবহার করে খুব সহজেই একজন ব্যবহারকারী সেই ফাইলগুলো নিজের ইচ্ছে মত স্থানে সংরক্ষণ করতে পারবেন।
বাংলা৭১নিউজ/পার্সটুডে/জেড এইচ