বাংলা৭১নিউজ, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারা কালাপানি এলাকায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মা ও শিশু কন্যাসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৬ জন। বুধবার সকাল পৌনে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাটিরাঙার খেদারছড়ার রিপন নেসা (২৪), তার শিশু কন্যা জান্নাতুল ফেরদৌস (০৩) ও হাফছড়ির বাসিন্দা তারিকুল ইসলাম (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে যাত্রীবাহি লোকাল বাসটি কালাপানি এলাকায় পৌঁছালে ব্রেক ফেইল করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গাছের সাথে ধাক্কা লেগে সড়কের উপরে উল্টে যায়। এসময় বাসের চাপায় পড়ে মা ও তার শিশু কন্যাসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা মিলে হতাহতদের উদ্ধার করে। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছে।
বাংলা৭১নিউজ/জেএস