বাংলা৭১নিউজ, ডেস্ক: সিরিয়া সীমান্তের কাছে গাড়ি বোমা বিস্ফোরণে জর্দানের কয়েকজন সেনা নিহত হয়েছে। অবশ্য বিস্ফোরণে নিহত হতাহত সেনাদের সঠিক সংখ্যা এখনো জানানো হয় নি।
জর্দানের রাষ্ট্রীয় টিভি বলেছে, সিরিয়া সীমান্তের কাছে রাখবান শরণার্থী শিবিরের সীমান্ত প্রহরীদের লক্ষ্য করে গাড়ি বোমার হামলা চালানো হয়েছে।
চলতি মাসে এ নিয়ে দ্বিতীয় দফা জর্দানের বাহিনী লক্ষ্য করে হামলা চালানো হলো। রাজধানী আম্মানের বাইরে বাকা শরণার্থী শিবিরে গোয়েন্দা দফতরে চালানো হামলায় পাঁচ গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছিল। বাকা শিবিরে ফিলিস্তিনি শরণার্থীরা রয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস