বাংলা৭১নিউজ ডেস্ক: গার্মিন। স্মার্টওয়াচের জগতে অনন্য নাম। যুক্তরাষ্ট্রের বহুজাতিক এই প্রযু্ক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি নতুন একটি অ্যাকটিভিটি ট্রেকার বাজারে এনেছে। মডেল ভিভোস্পট। যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের প্রতিবেশি দেশ ভারতেও এটি পাওয়া যাচ্ছে। দাম ১৫ হাজার ৯৯০ রুপি।
গার্মিনের নতুন এই অ্যাকটিভিটি ট্রেকারটির ব্যাটারি লাইফ সাতদিন। এটি ব্যবহারীর ক্যালোরি খরচের পরিমান জানিয়ে দেবে। এছাড়াও এই ডিভাইসটি জানিয়ে দেবে আপনি কতদূর হেঁটেছেন। কেমন গতিতে হেঁটেছেন। পদক্ষেপও জানতে পারবেন। এমনকি আপনার স্ট্রেস লেভেলও জানতে পারবেন।
ডিভাইসটিতে বিল্টইন হার্টরেট মনিটর আছে। এটি পানিরোধী। এতে জিপিএস ফিচার রয়েছে। এতে স্মার্ট নোটিফিকেশন ফিচার ও রয়েছে। এছাড়াও ভিভোস্পট আপনাকে গান শোনাতে পারবে। স্বয়ংক্রিয় ভাবে এর সফটওয়্যার আপডেট হবে।
বাংলা৭১নিউজ/সিএইস