বাংলা৭১নিউজ, ঢাকা: বাড্ডা থানার আলোচিত গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রুবেলকে (২৬) গ্রেফতার করেছে র্যাব।
আজ সকালে র্যাব মিডিয়া সেন্টার থেকে পাঠানো ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, র্যাব-১ রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করেছে।
কারওয়ানবাজারের র্যাব মিডিয়া সেন্টারে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও ক্ষুদেবার্তায় উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর রাতে উত্তর বাড্ডার পার্লার থেকে বাসায় ফেরার পথে ওই তরুণীকে রুবেলসহ কয়েকজন জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে।
পরে ২৮ অক্টোবর রাতে বাড্ডা থানায় রুবেলসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন ওই তরুণী। এতে রুবেল, সালাহ উদ্দিনসহ অজ্ঞাত আরও দু’জনকে আসামি করা হয়।
পরে পুলিশ সালাহ উদ্দিনকে গ্রেফতার করতে সমর্থ হলেও মূলহোতা রুবেল পলাতক ছিলেন।
পুলিশের দাবি, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, প্রতারণাসহ কমপক্ষে ২০টি অভিযোগ রয়েছে রুবেল হোসেনের বিরুদ্ধে। শুধু বাড্ডা থানাতেই তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।
বাংলা৭১নিউজ/এন