রাজধানীর গাবতলীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুজনের সন্ধানে দ্বিতীয় দিনের মতো চলছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান। রবিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক দিনমণি শর্মা বলেন, সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হলেও এখন পর্যন্ত কোনও মরদেহের সন্ধান পাওয়া যায়নি। আমরা ঘটনাস্থলে ও আশপাশের এলাকায় ডুবুরিদের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি।
শনিবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তুরাগ নদীর গাবতলী এলাকায় নৌকা দিয়ে পাড় হওয়ার সময় বালুবাহী ডকেটের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় মেশিনচালিত ওই নৌকায় শিশুসহ প্রায় ১৮ জনের মতো আরোহী ছিলেন। তাদের ১১ জন সাঁতরে পাড়ে উঠলেও সাত জন নিখোঁজ হন। পরে উদ্ধার অভিযান চালিয়ে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়।
দুজন নিখোঁজ থাকলেও গতকাল শনিবার সন্ধ্যায় নদীতে তীব্র স্রোত ও আলোকস্বল্পতার কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
আজ সেই অভিযান আবার শুরু করে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিসের চারটি বোট ও বেশ কয়েকজন ডুবুরি সকাল থেকে উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। আমরা গতকাল পর্যন্ত চারটি শিশু এবং এক নারীসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছি। আজও আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। আমরা নিখোঁজ ব্যক্তিরা উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান পরিচালনা করবো।
বাংলা৭১নিউজ/এসএইচ