১৮ ফেব্রুয়ারী বগুড়ার গাবতলীতে নবগঠিত থানা যুবদলের আহবায়ক কমিটির দোয়া মাহফিল দলিয় কার্যালয়ে থানা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় স্বাগত বক্তব্য রাখেন থানা যুবদলের আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল হাসান রুহিন।
আরো বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক আবুল হোসেন মোল্লা, সিনিয়র যুগ্ন আহবায়ক প্রভাষক আশরাফ হোসেন, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন বিএনপি নেতা এমআর ইসলাম রিপন, বাবুল পাইকার যুবদল নেতা মিনহাজুল ইসলাম, মতিউর রহমান মতি, সোহাগ, মোস্তাফিজার রহমান মোস্তা, সুমন, মহাব্বত, আমিনুল ইসলাম বাবু, রনি, সেন্টু, আবু ব্ক্কর সিদ্দিক শাহিন, হাসানুর, লুৎফর, সাহিন, পটল, হোসেন আলী, কাদের, সুলতান,বেলাল, সাইফুল, আনিছার, রয়েল, মুকুল, হোসেন, মানিক, বাসার, গোলজার, সম্রাট, সোহেল খান, মিরাত, সাকিল, ইউনুস মোমিন সেচ্ছাসেবক দল নেতা সুজা,শহিদুল, লিটন, নাদিম মোস্তফা ছাত্রদল নেতা সম্রাট, মুন, পলাশ প্রমূখ।
বাংলা৭১নিউজ/পিকে