বাংলা৭১নিউজ,ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসন থেকে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন চিত্রনায়ক ফারুক।
রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম কেনেন। এ সময় চিত্রনায়ক জায়েদ খান, জয় চৌধুরীসহ চলচিত্র অঙ্গনের সহকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গত ৮ নভেম্বর। তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর।
বাংলা৭১নিউজ/জেড এস