বাংলা৭১নিউজ, গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকার মাল্টিফ্যাবস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন।
আজ সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩০জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদেরকে কোনাবাড়ির বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে জয়দেবপুর, টঙ্গী, কালিয়াকৈর ও সাভার ইপিজেড ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস