গাজীপুর সিটি করপোরেশনের উত্তর ছায়াবীথি শ্মশান ঘাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চালক নিহত। রোববার রাতে এ ঘটনাটি ঘটে।
নিহত হলেন- ময়মনসিংহের নান্দাইল থানার আশুমপুর এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে হাকিম মিয়া (২০)।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন জানান, উত্তর ছায়াবিথী শ্মশান ঘাট এলাকায় বাসা ভাড়া থেকে ব্যাটারি চালিত অটোরিকশা চালাতেন হাকিম মিয়া। রোববার রাতে গ্যারেজে তার অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক হাকিম মিয়াকে মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/সারো/হো