সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি ও সারাদেশে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি।
সোমবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দলটির জেলা কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সরকার জনগণের কথা চিন্তা করে না। সরকার বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধি করায় ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ। এছাড়া তারা আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা বিএনপির সব নেতাকর্মীদের মুক্তি ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি জানাচ্ছি।
গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শওকত হোসেন সরকার ।
এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম, সুরুজ আহমেদ, আ ক ম মোফাজ্জল হোসেন, যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শরীফ আজাদসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বাংলা৭১নিউজ/এসএইচ