বাংলা৭১নিউজ,গাজীপুর প্রতিনিধি: বেতন ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা মঙ্গলবার কর্মবিরতি, গাড়িতে অগ্নিসংযোগ, বিক্ষোভ ও ভাঙচুর করেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে।
বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের ব্যবহৃত একটি মোটরসাকেলে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগানের গুলি ও টিয়ারশেল ছুড়েছে। শ্রমিক অসন্তোষের মুখে এদিন গাজীপুর মহানগরের ভোগড়া ও আশেপাশের এলাকার কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। ভ্রান্ত ধারণা থেকে শ্রমিকরা অযৌক্তিকভাবে এ আন্দোলন করছে বলে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে।
আউটপাড়া এলাকার জোবেদা টাওয়ারের টিএন ফ্যাশনের অপারেটর সোহল বলেন, সরকারঘোষিত মজুরি কাঠামো অনুযায়ী বেতন ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল শ্রমিকরা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ এতে সাড়া না দেয়ায় শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে চান্দনা-চৌরাস্তার দক্ষিণে আউটপাড়া এলাকার শহীদ হুরমত আলীর কবরের পাশের ব্রাদার ফ্যাশন, ক্যাপিটাল ফ্যাশন কারখানার গেটে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে তারা পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে গেলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ গিয়ে টিয়ারশল মেরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বিক্ষোভ চলাকালে স্থানীয় টিএন ফ্যাশন, এপারেলস পোশাক কারখানা, পশমি সোয়েটার ও ক্যাপিটাল ফ্যাশনসহ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মুক্তার হোসেন বলেন, বিক্ষোভ চলাকালে উত্তেজিত শ্রমিকরা বাসন থানার ওসি (অপারেশন) নন্দলালের ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের ইন্সপেক্টর মো. আনিসুর রহমান বলেন, একই দুপুরের খাবারের বিরতির পর ভোগড়া বাইপাস মোড়ের পশ্চিমে পেয়ার বাগান এলাকায় ভিঅ্যান্ডআর ফ্যাশনের বিক্ষুদ্ধ শ্রমিকরা কারখানায় ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করে। একপর্যায়ে শ্রমিকরা পাশের ঢাকাবাইপাস সড়কে নেমে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় এক পথচারীর মোটরসাইকেল নিয়ে অগ্নিসংযোগ করে এবং গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে ওই পথে যানবাহন চলাচল শুরু করে।
বাংলা৭১নিউজ/আর এন