বাংলা৭১নিউজ,গাজীপুর: গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে সাতজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।শনিবার সকালে এ দুটি দুর্ঘটনা ঘটে।
শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, সকাল ৭টার দিকে শ্রীপুর উপজেলার রঙ্গিলা (এসি) বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস-পিকআপ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২জন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
এদিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর (বাঘের বাজার) এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি যাত্রীবাহী লেগুনাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লেগুনার দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে পাঁচজন। হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।
লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয়ের শনাক্ত চলছে।
বাংলা৭১নিউজ/এসএইস