গাজীপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী চাকরি মেলা। চাকরিদাতা ও চাকরি প্রার্থীদের মধ্যে সংযোগ স্থাপনের সুযোগ তৈরির জন্য এ মেলার আয়োজন করা হয়।
শনিবার সকাল থেকে মেলা প্রাঙ্গণে দেখা গেছে চাকরি প্রার্থীদের ভিড়।
জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের রাজবাড়ি মাঠে আয়োজিত মেলায় তৈরি পোশাক, ওষুধ, খাদ্যপণ্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল বসেছে।
আগামীকাল রোববার শেষ হবে মেলার আনুষ্ঠানিকতা।
বাংলা৭১নিউজ/এসএইচ