গাজীপুর সদর উপজেলার তিন ইউনিয়ন ভাওয়াল মির্জাপুর, ভাওয়াল গড় ও পিরুজালীতে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর জেলা নির্বাচন অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ।
গাজীপুর জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, মির্জাপুর ইউনিয়নে নৌকা মনোনীত প্রার্থী মোশারফ হোসেন দুলাল ৮ হাজার ৪৮৮ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে রফিকুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৮৫১ ভোট। ভাওয়াল গড় ইউনিয়নে নৌকা মনোনীত প্রার্থী সালাউদ্দিন সরকার ১৯ হাজার ৯০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে আবু বক্কর পেয়েছেন ৭ হাকার ৮৬২ ভোট। পিরুজালী ইউনিয়নে নৌকা মনোনীত প্রার্থী জালাল উদ্দিন ৬ হাজার ৯৪০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে মাসুদুল হক পেয়েছেন ৪ হাজার ৯২৭ ভোট।
জেলা নির্বাচন অফিসার জানান, বৃহস্পতিবার (১৬ মার্চ) শান্তিপূর্ণভাবে এই তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। পুরো এলাকায় গত ক’দিন ধরেই উৎসবের আমেজ বিরাজ করছিলো। কোথাও কোন গোলযোগ ছাড়াই সকল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে ভাওয়াল মির্জাপুরে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত আসনে ১৪ জন এবং সাধারণ আসনে ৩৭ জন অংশ নেন। ভাওয়াল গড় ইউনিয়নে চেয়ারম্যন পদে ৫ জন, সংরক্ষিত আসনে ১২ জন ও সাধারণ আসনে ৪২ জন অংশ নেন। পিরুজালী ইউপিতে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত আসনে ৯ জন ও সাধারণ আসনে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
বাংলা৭১নিউজ/এসএস