বাংলা৭১নিউজ, গাজীপুর: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়ে কটূক্তি করার অভিযোগে গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকারসহ তিনজনের বিরুদ্ধে গাজীপুরে মামলা দায়ের করা হয়েছে।
আজ সকালে গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মামলা দায়ের করেন।
মামলার অপর অভিযুক্তরা হলেন- গণজাগরণ মঞ্চের কর্মী সনাতন উল্লাস ও নাসির উদ্দিন। আদালত অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ১৫ অক্টোবর তাদের আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দেওয়া হয়েছে।
বাদী এজাহারে উল্লেখ করেন- গত ২৬ মে সুপ্রিম কোর্টের সামনে থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রিক মূর্তি অপসারণ করে অন্য স্থানে প্রতিস্থাপন করার বিরুদ্ধে গণজাগরণে মঞ্চের একাংশের নেতা ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে শাহবাগ হতে টিএসসি চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়। যা মশাল মিছিলে পরিণত হয়। ওই মিছিলে ডা. ইমরান এইচ সরকারের হুকুমে এবং নেতৃত্বে সনাতন উল্লাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেন এবং যা মিছিলরত ২০-২৫ জন সন্ত্রাসীপ্রকৃতির লোক স্লোগানে সুর মেলান এবং মিছিল দেন। ২৬ মে রাতে বাদী তার ফেসবুক আইডিতে ওই স্লোগান দেখেন ও শোনেন। এতে বাদী মর্মামত ও স্তম্ভিত হন এবং মনে করেন এতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানি এবং বাদী ও সাক্ষীরাসহ দেশবাসী অপমান বোধ করেছেন।
জনসম্মুখে প্রধানমন্ত্রীকে বিদ্রুপাত্মক ও ব্যঙ্গাত্মক স্লোগান দিয়ে তার এবং বাদীর রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচশত কোটি টাকার সুনাম ক্ষুন্ন হয়েছে বলে মনে করছেন তিনি। বাদীপক্ষের আইনজীবী ছিলেন ওয়াসিম খলিল।
এ ঘটনায় ডা. ইমরান এইচ সরকারের বিরুদ্ধে দেশের বিভিন্নস্থানে মামলা হয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস