গাজীপুরে ছুটি শেষে স্কুল থেকে বাড়ি ফেরার সময় ট্রাকের চাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম রনি (৮)। সে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চৈতনখালী গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
নিহত রনি বাবা-মায়ের সঙ্গে কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকায় বাপ্পা মিয়ার বাসায় ভাড়া বাসায় থেকে ইউরেকা এঞ্জেল স্কুলে পড়াশোনা করতো। বুধবার (০১ ফেব্রুয়ারি) গাজীপুর সিটি করপোরেশনের পারিজাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, বুধবার দুপুরে রনি স্কুল ছুটি শেষে বাসায় যাওয়ার জন্য স্কুল থেকে বের হচ্ছিল সে। এসময় বালু ভর্তি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত রনিকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। স্থানীয়রা ওই ট্রাকের চালক আবুল কামাল ও সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ