বাংলা৭১নিউজ, গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের হারিনাল এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে তল্লাশি চালাচ্ছে র্যাব ও পুলিশ। শনিবার ভোর থেকে ঘিরে রাখার পর সকাল সাড়ে আটটার দিকে বাড়িটিতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
একতলা ওই বাড়ির মালিকের নাম আতাউর রহমান। তিনি ঢাকায় থাকেন।
র্যাব ও স্থানীয় কয়েকজন জানায়, প্রায় মাস দুয়েক আগে নির্মাণকাজ শেষ হওয়ার পর বাড়িটিতে তিনটি পরিবারকে ভাড়া দেয়া হয়। তবে ভাড়াটিয়াদের নাম-পরিচয় জানা যায়নি। ওই বাড়ি থেকে জঙ্গি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এমন খবর পেয়ে ভোরে বাড়িটি ঘিরে রাখে র্যাব ও পুলিশ।
পরে সকাল আটটার দিকে বাড়িটিতে অভিযান শুরু করে তারা। অভিযানের কারণে ওই এলাকায় জনসাধারণকে ঢুকতে দেয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল বাড়িটিতে ঢুকেছেন।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, অভিযানে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বা কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
১ জুলাই গুলশানের অভিজাত রেস্তোরাঁ হলি আর্টিজানে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হয়। এর সাত দিন পর ঈদুল ফিতরের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠের অদূরে পুলিশের তল্লাশি চৌকিতে গোলাগুলিতে দুই পুলিশসহ চারজন নিহত হয়। এরপর সারাদেশে জঙ্গি নির্মূলে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানের অংশ হিসাবে ২৭ জুলাই কল্যাণপুরে জাহাজ বাড়ি নামে পরিচিত তাজ মঞ্জিলে অভিযান চালানোর সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নয় জঙ্গি নিহত হয়। এর একমাস পর ২৭ আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি বাড়িতে তল্লাশির সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে তিনজন নিহত হয়, যাদের মধ্যে গুলশান হামলার মূলহোতা তামিম চৌধুরী ছিলেন।
এরপর ২ সেপ্টেম্বর মিরপুরে রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় পুলিশের গুলিতে মুরাদ ওরফে মেজর মুরাদ ওরফে জাহাঙ্গীর এবং ১০ সেপ্টেম্বর আজিমপুরের একটি বাড়িতে তল্লাশি চালানোর সময় এক জঙ্গি নিহত হয়।
বাংলা৭১নিউজ/এনএস