বাংলা৭১নিউজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর তিতাসের সরবরাহ গ্যাসলাইন থেকে অগ্নিকাণ্ডে আটটি বসতঘর ও সাতটি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার ভোরে জেলার সিটি কর্পোরেশনের নাওজোর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, সিটি কর্পোরেশনের নাওজোর এলাকায় একটি বাড়ির সামনে রাস্তার পাশে তিতাস গ্যাসের সরবরাহ লাইন ফুটো হয়ে গত কয়েক দিন থেকে গ্যাস বের হচ্ছিল।
মঙ্গলবার ভোরে ওই গ্যাস থেকে প্রথমে একটি দোকানে ও পরে বসতঘরে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
এ ঘটনায় কনফেকশনারি, কসমেটিকস, মুরগি, হোটেলসহ সাতটি দোকান ও আটটি বসতঘর টিভি-ফ্রিজ-আসবাবপত্রসহ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাংলা৭১নিউজ/জেএস