বাংলা৭১নিউজ, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডে পাঁচটি ঝুটের গুদাম পুড়ে গেছে।
শনিবার দিবাগত রাতে টঙ্গীর নামাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
টঙ্গী ফায়ার স্টেশনের ওয়্যার ইন্সপেক্টর মোর্শেদুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে নামাবাজার এলাকায় ঝুটের গুদামে আগুন লাগে। পরে আগুন আশপাশের পাঁচটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/সিএইস