গাজীপুরের কালিয়াকৈরের কালামপুর এলাকায় কলোনীতে লাগা আগুনে পুড়ে মারা গেলেন এক নারীসহ চার জন। আজ সোমবার ভোর ৫টা ৫৫মিনিটে কালামপুর এলাকায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ কবিরুল আলম জানান, এ সময় আগুনে কলোনির চল্লিশটি কক্ষ পুড়ে যায়। আগুনে অগ্নিদগ্ধ হয়ে একজন নারীসহ ৪ জন দগ্ধ হয়ে মারা যায়।
নিহতরা হলেন- মুন্নি, ফরহাদ, মিলন ও অজ্ঞাত একজন। তবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি ইনচার্জ কবিরুল আলম।
বাংলা৭১নিউজ/এমএস