বাংলা৭১নিউজ: নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন এলাকা থেকে ৩২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম।
তিনি জানান, শ্রীপুর উপজেলা পরিষদ নিবাচনের ভোটগ্রহণ হবে। আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে আওয়ামী লীগের ৩২ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তিনি বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ রোববার অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের অপেক্ষায় থাকা ১১৭টি উপজেলার মধ্যে শ্রীপুরও একটি।
বাংলা৭১নিউজ/এমআড