অব্যাহত শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরের কোনাবাড়ি এলাকার ৯টি পোশাক তৈরির কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১০ নভেম্বর) সকাল থেকে বন্ধের নোটিস সেঁটে দেয়া হয়েছে কারখানাগুলোর সামনে।
খোঁজ নিয়ে জানা যায়, মজুরি বোর্ডে শ্রমিক বেতন বাড়ানের ঘোষণার দ্বিতীয় দিন, গতকাল বৃহস্পতিবার গাজীপুরে তিনিটি এলাকায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। শ্রমিকদের হামলা ভাঙচুরের ফলে উত্তপ্ত ছিল নগরীর কয়েকটি এলাকা। এ সময় শ্রমিকরা কোনাবাড়ি এলাকায় তুসুকা নামের একটি পোশাক কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। ভাঙচুর করা হয়েছে কারখানার পাশে দাঁড়ানো তিনটি পুলিশের গাড়িও।
এ ঘটনায় হওয়া মামলায় ১১ জনের নাম উল্লেখ করে আরো ৩-৪ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরীর বিভিন্ন এলাকায় ২২টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরে শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে মজুরি বোর্ডে বেতন ১২ হাজার ৫০০ টাকা ঘোষাণা করা হলেও সেটি প্রত্যাখ্যান করে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবে শুক্রবার সকাল ১১ টা পর্যন্ত কোথাও বিক্ষোভের খবর পাওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/এসএইচ