বাংলা৭১নিউজ,(গাজীপুর)প্রতিনিধিঃ দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের (কভিড-১৯) নতুন ‘হটস্পট’ গাজীপুরের সোমবার নাগাদ ৩২ পুলিশ করোনা আক্রান্ত হয়েছেন।
গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. আনোয়ার হোসেন এ তথ্যা জানান।
করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ২৫ জন গাজীপুর মহানগরের গাছা থানায় কর্মরত। বাকি সাতজন গাজীপুর জেলা পুলিশের কালীগঞ্জ থানায় কর্মরত।
জানা গেছে, মহানগর পুলিশের গাছা থানায় ২০ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে বলে সোমবার জানানো হয়। কয়েক দিন আগে এ থানার আরও পাঁচজনের করোনা ধরা পড়ে।
গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, আক্রান্তরা সবাই আইসোলশনে আছেন। পাশাপাশি থানার নিয়মিত কার্যক্রম চালু রাখা হয়েছে।
এদিকে জেলা পুলিশের কালীগঞ্জ থানার সাতজনের মধ্যে করোনা সংক্রমণের তথ্য জানিয়েছেন জেলা পুলিশের কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত।
তিনি জানান, থানার আরও কয়েক সদস্যের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তবে সোমবার রাত পর্যন্ত তাদের পরীক্ষার ফলাফল আসেনি।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা ব্রিফিংয়ে বলা হয়, বর্তমানে গাজীপুরে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হচ্ছে। সব মিলিয়ে মোট আক্রান্তের ১৯ দশমিক ৫ ভাগই এখন গাজীপুরের। প্রথম এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা এবং নারায়ণগঞ্জ।
বাংলা৭১নিউজ/এফএস