বাংলা৭১নিউজ, ডেস্ক: টানা তৃতীয় দিনের মতো ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। তেল আবিবের এ আগ্রাসী নীতির কারণে গাজা উপতক্যায় আবার সামরিক সংঘাত শুরু হতে পারে বলে আশংকা জোরদার হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার ইসরাইলি বিমান থেকে অন্তত দুই দফা বোমা হামলা চালানো হয়েছে। এর মধ্যে গাজার বেইত লাহিয়া এলাকায় একটি হামলা হয়েছে। অন্য হামলাটি হয়েছে খান ইউনুস শহরের খুজা এলাকায়।
ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায় নি।
গত বুধবার থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী বিমান বাহিনী গাজায় চতুর্থ দফা হামলা চালালো। ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, সীমান্তে মোতায়েন সেনাদের লক্ষ্য করে গাজা থেকে মর্টারের গোলা নিক্ষেপ করা হয়েছে।
এর আগে গতকাল ইসরাইলি সেনাদের ছোড়া ট্যাংকের গোলায় গাজার খান ইউনুস শহরে ৫৪ বছরের এক নারী শহীদ হয়েছে। এছাড়া, ওই হামলায় আরো এক বক্তি আহত হয়েছেন। জবাবে বুধবার থেকে এ পর্যন্ত গাজা হতে অন্তত ১০ রাউন্ড মর্টারের গোলা নিক্ষোপ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এম