বাংলা৭১নিউজ,(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে কাপড়ের ব্যাগ থেকে জীবিত নবজাতককে উদ্ধার করেছেন এক দম্পতি। মঙ্গলবার উপজেলার বাদশা বাড়ি এলাকায় গাছের নিচ থেকে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয় সোহরাব গাজী ও তার স্ত্রী নূরজাহান বেগম।
উদ্ধারকারী সোহরাব গাজী জানান, সকালে ক্ষেতে কাজ করতে যাওয়ার সময় গাছতলায় থাকা একটি লাল রঙের ব্যাগের ভেতর বাচ্চার কান্নার শব্দ শুনে পান তারা। পরে কাছে গিয়ে দেখতে পান ফেলে রাখা বাচ্চাটিকে পিঁপড়ায় ধরেছে। পিঁপড়ার কামড়ে নবজাতকটি কান্না করছিল। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তিনি।
দুমকি থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, বিষয়টি তিনি শুনেছেন।
বাংলা৭১নিউজ/পি.আর