বাংলা৭১নিউজ, ঢাকা: সংগঠনকে গতিশীল করতে গত ২৭ জানুয়ারি (শনিবার) রাজধানীর রমনায় গাঙচিল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন- সভাপতি নাসিমা আক্তার সোমা (ডেইলি অবজারভার), নির্বাহী সভাপতি সুমন ইসলাম (দৈনিক সারাবাংলা), সাধারণ সম্পাদক জাকির হোসেন ইমন (দৈনিক সমকাল), যুগ্ম সম্পাদক আবু কাউসার খোকন (দৈনিক ইত্তেফাক), কোষাধ্যক্ষ শামসুল আলম সেতু ( দৈনিক খোলাকাগজ), সাংগঠনিক সম্পাদক আমিনুল রানা (দৈনিক ডেসটিনি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম আহমেদ (শিকড় সন্ধানে) এবং নির্বাহী সদস্য জাওহার ইকবাল খান (আলোকিত বাংলাদেশ) ও এম জহিরুল ইসলাম (আমার বার্তা)।
বাংলা৭১নিউজ/জেএস