বাংলা৭১নিউজ, ঢাকা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ফরম সংগ্রহ করতে অনুরোধ করেছে আওয়ামী লীগ।
আজ দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি ২০১৭ যথাক্রমে শনি, রবি ও সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আগামী ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার দুপুর ২টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দিতে হবে।
মনোনয়নপত্রের নির্ধারিত ফি বাবদ ২৫,০০০/-(পঁচিশ হাজার টাকা)।
সংসদীয় বোর্ডের সভা
একই সঙ্গে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৩ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে ওই সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
বাংলা৭১নিউজ/এম