বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

গাইবান্ধায় ৬ দিনে সাংবাদিকের নামে ৩ মামলা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(গাইবান্ধা)প্রতিনিধিঃ পুলিশে চাকরি নিয়ে দেবার কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বাংলাভিশনের গাইবান্ধা প্রতিনিধি আতিকুর রহমান ওরফে আতিক বাবুর বিরুদ্ধে সদর থানায় আরও একটি মামলা হয়েছে। প্রতারণার অভিযোগ গত এক সপ্তাহে এ সাংবাদিকের বিরুদ্ধে এ নিয়ে ৩টি মামলা হলো ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে মামলাটি করেন সুন্দরগঞ্জ উপজেলার শোভগঞ্জ ইউপির মরিয়াদহ গ্রামের শরিফা বেগম। মামলা নম্বর ৭০।

এর আগে টাকা চুরির অভিযোগে তার বিরুদ্ধে গত বুধবার (২২ এপ্রিল) রাতে সদর থানায় একটি মামলা হয়েছে। ওই মামলা নম্বর ৫৫। এর দুইদিন পর শনিবার (২৫ এপ্রিল) বিকেলে আরেকটি মামলা করেন সদর উপজেলার বাদিয়াখালী ইউপির রিফাইতপুর গ্রামের অন্ধ হাফেজ মৌলভী মো. গোলজার রহমান। মামলা নম্বর ৬১।

আসামি আতিকুর রহমান ওরফে আতিক বাবু গাইবান্ধার সদর উপজেলা ও পৌরসভার পশ্চিম পাড়া গ্রামের রফিকুল ইসলাম হিরুর ছেলে। তিনি বাংলাভিশনের গাইবান্ধা প্রতিনিধি ও গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসামি আতিকুর রহমান আতিক বাবুর সঙ্গে ওই উপজেলার সাংবাদিক আবু বক্কর সিদ্দিকের মাধ্যমে ২০১৪ সালে পরিচয় হয় বাদী শরিফা বেগমের। পরবর্তীতে কথোপকথনের মাধ্যমে পুলিশে চাকরি নিয়ে দিতে পারবে মর্মে তার কাছ থেকে প্রার্থী চায় আসামি আতিক বাবু। পরে শরিফা বেগমের ভাতিজার পুলিশে চাকরি নিশ্চিত দেয়ার শর্তে ৪ লাখ ৫০ হাজার টাকা চুক্তি হয়। যার মধ্যে ১৫ সালের ২ জানুয়ারি আসামির হকার্স মার্কেট অফিসে ১ লাখ টাকা ৫০ হাজার টাকা সাদা কাগজে স্বাক্ষর করে হাতিয়ে নেয় আসামি আতিক বাবু।

অবশিষ্ট টাকা চাকরি হওয়ার পরে নেবে বলে জানায়। পরে আসামি বাদীর ভাতিজাকে পুলিশে চাকরি নিয়ে দিতে ব্যর্থ হলে আতিক বাবুর কাছে একাধিকবার টাকা ফেরত চায় শরিফা। কিন্তু বাবু দেই, দিচ্ছি বলে টালবাহানা করতে থাকে। পরে শরিফা বাবুর বাড়িতে গেলে তালাবদ্ধ অবস্থায় দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে টাকা নেয়ার বিষয়টি জানায়। এসময় বাবু বাদীর ওপর ক্ষিপ্ত হয় এবং হুমকি দেয়। এতে শরিফা ১৯ সালের ২৫ জুন বাদী অত্র থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর-১১৮৫। পরে বাবু জিডির বিষয়টি জানতে পারলে আরও ক্ষিপ্ত হয়ে শরিফাকে হত্যার হুমকি দেয়।

এ ঘটনায় গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, বাংলাভিশনের গাইবান্ধা প্রতিনিধি আতিকুর রহমান ওরফে আতিক বাবুর বিরুদ্ধে এক সপ্তাহে তিনটি মামলা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

বাংলা৭১নিউজ/জেআই

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com