বাংলা৭১নিউজ, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে দেবেশ চন্দ্র প্রামাণিক (৭০) নামে এক জুতা ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত সন্দেহে নিপেন চন্দ্র (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার সকাল ৬টার দিকে উপজেলার মহিমাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলাম সকাল ১০ টায় ঘটানাস্থল পরিদর্শন করেন। তিনি হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নিহতের পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহিমাগঞ্জ বাজারে দেবেশ চন্দ্র প্রামাণিকের বাড়ি সংলগ্ন প্রামাণিক সু-ষ্টোর নামে জুতা-স্যান্ডেলের দোকান রয়েছে। তার ৪ মেয়ে বিবাহিত। এক ছেলে স্নাতক সম্মানে পড়াশুনা করছেন।
দেবেশ চন্দ্র প্রতিদিন সকাল ৬টার দিকে দোকান খোলেন। প্রতিদিনের মতো আজও দোকান খোলেন তিনি। তার স্ত্রী আনন্দ রানী প্রামাণিক সকাল ৬টার দিকে হাটাহাটির জন্য বাসা থেকে বের হন। হাটাহাটি শেষে সকাল সাড়ে ৬টার দিকে বাড়ি ফেরার সময় দেখেন দোকান থেকে আটক নিপেন চন্দ্রসহ আরও অজ্ঞাত ২-৩ ব্যক্তি বেরিয়ে যায়। পরে তিনি দোকানে ঢুকে স্বামীর গলাকাটা মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।
এসময় আশপাশের লোকজন এসে দেবেশ চন্দ্র প্রামাণিকের গলাকাটা লাশ দেখতে পান। এ খবর ছড়িয়ে পড়লে শতশত লোকজন সেখানে ছুটে আসেন। পরে দেবেশ চন্দ্র প্রামাণিকের স্ত্রী আনন্দ রানীর স্বীকারোক্তি অনুযায়ী স্থানীয় লোকজন নিপেন চন্দ্রকে আটক করে।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং আটক নিপেন চন্দ্রকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দেবেশ চন্দ্র খুনের প্রতিবাদে মহিমাগঞ্জ বাজারে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
বাংলা৭১নিউজ/আরপি