বাংলা৭১নিউজ,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলায় পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে অটোরিকসার চালক মো. শামসুজ্জোহা (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোররাতে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের খোলাহাটি ইউনিয়নের ফারাজিপাড়া ঘুমটির ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শামসুজ্জোহা একই ইউনিয়নের পশ্চিম কোমরনই গ্রামের মৃত সাদেকুর রহমানের ছেলে।
সদর থানার পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে ফারাজিপাড়া ঘুমটির ব্রিজ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকসাটি পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ব্যাটারিচালিত অটোরিকসার চালক মো. শামসুজ্জোহা মারা যান।
পরে পিকআপ ভ্যানের চালক ও হেলপার পিকআপ ভ্যানটি রেখে পালিয়ে গেছেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পিকআপ ভ্যানটির চালক পলাতক রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান মুঠোফোনে জাগো নিউজকে বলেন, পিকআপ ভ্যানটির মালিককে শনাক্ত করা হয়েছে।
গোবিন্দগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ শুরু
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শনিবার দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল। পৌর বিএনপির সভাপতি ফারুক আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি শাহআলম প্রধান মজনু, পৌর বিএনপির সাধারন সম্পাদক এস এম আলতাব হোসেন পাতা, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম প্রধান, পৌর বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোকাদ্দেম হোসেন সজল, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের নেতা আতিকুর রহমান রতন প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস