গাইবান্ধার পলাশবাড়ীতে ভোটকেন্দ্রে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তারা ব্যালট বাক্স ভাঙচুরসহ আগুন দিয়ে পুড়িয়ে দেন। বিদ্যালয়ের দরজা-জানালাও ভাঙচুর করেন তারা।
রোববার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।
পৌনে ২টার দিকে ওই কেন্দ্রে গেলে প্রশাসনসহ ভোটগ্রহণ সংশ্লিষ্ট সবাইকে বিদ্যালয়ের প্রধান ফটকে অবরুদ্ধ অবস্থায় দেখা যায়। এসময় ফটকে তালা ঝুলছিল। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা ও পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি পিকআপ ঘটনাস্থলে পৌঁছালে ফটকের তালা খুলে দিলে তারা বাইরে আসেন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পলাশবাড়ী কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মোদাচ্ছের হোসেন তালুকদার বলেন, দুপুরে ভোট চলাকালীন কেন্দ্রে হামলা চালায় দেশীয় অস্ত্রধারী দুর্বৃত্তরা। তারা বিদ্যালয় চত্বরে কয়েকটি ককটেল বিস্ফোরণসহ কেন্দ্র দখলে নেন। পরে ভোটকক্ষে ঢুকে দুটি ব্যালট বাক্স ভাঙচুর ও একটিতে আগুন ধরিয়ে দেন। এসময় বিদ্যালয়ের দরজা-জানালাসহ বারান্দার গ্রিল ভাঙচুর করেন হামলাকারীরা।
গাইবান্ধার সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করাসহ গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলা৭১নিউজ/এসএইচ