বাংলা৭১নিউজ, রবিউল কবির মনু, গাইবান্ধা প্রতিনিধি : গত কয়েকদিনে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রম্মপুত্র , তিস্তা , যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গাইবান্ধার সুন্দরগঞ্জ , সদর , ফুলছড়ি , সাঘাটা উপজেলা নদী তীরবর্তী নি¤œ অঞ্চল বন্যা কবলিত হয়ে পড়েছে।
এছাড়া বিভিন্ন এলাকায় নদীভাঙ্গন দেখা দিয়েছে । এসব এলাকার অনেক ঘরবাড়ি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া বাদের কয়েকটি স্থানে হুমকীর সম্মুখীন হয়ে পড়েছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন বৃহস্পতিবার ব্রক্ষপুত্র নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে জেলা প্রশাসন এর উদ্যোগে এান ও দুযোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ, খাদ্য, আশ্রয় কেন্দ্র স্থাপন সহ অন্যান্য বিষয় সিদ্ধান্ত গ্রহন করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস