‘তথ্যই শক্তি জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই শ্লোগান নিয়ে গাইবান্ধায় দু’দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম।
গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ আয়োজনে দু’দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়। মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওই মাঠেই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটির সভাপতি আফরোজা বেগম লুপুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময়, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, সনাক সাবেক সভাপতি অধ্যাপক মাজহারউল মান্নান, অধ্যাপক জহুরুল কাইয়ুম প্রমুখ।
মেলায় সরকারি-বেসরকারি ৪১টি স্টল বসানো হয়েছে। এতে সাধারণ মানুষকে তথ্য ও পরামর্শ বিষয়ে সেবা প্রদান এবং সনাক ও ইয়েস গ্রুপের স্টলে হাতে-কলমে তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ করা শেখানো হয়।
এছাড়া মেলার প্রথম দিনে কর্মসূচির মধ্যে নির্বাচিত সরকারি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কিত গণশুনানি, বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা বিষয়ক ভিডিও প্রদর্শনী, কার্টুন প্রদর্শণ, দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর, ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। মেলা সোমবার-মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে।
বাংলা৭১নিউজ/এসএইচ