বাংলা৭১নিউজ,(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নুরুন্নবী (৪১) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৭ জুন) বিকেলে উপজেলার কোচাশহর ইউনিয়নের রতনপুর গ্রাম সংঘর্ষের ঘটনা ঘটে এবং রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুন্নবী।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মজিদের ছেলে নুরুন্নবীর সাথে একই গ্রামের ইছাহক আলীর ছেলে এজাদুল ইসলাম (৫৫) ও তার ছেলে আশরাফুল ইসলামের জমাজমি নিয়ে কলহ বাঁধে।
রোববার বিকেলে এ নিয়ে এজাদুল ইসলাম, তুহিন ইসলাম ও আশরাফুল ইসলাম প্রতিপক্ষ নুরুন্নবীকে বেধড়ক মারপিট করে। স্থানীয় সোহান মিয়া (২৫), গাজীউর (৩৬), জাফুরুল ইসলাম (৫৫) উদ্ধার করতে এলে তাদেরও মারধর করা হয়। পরে আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাতে মারা যান নুরুন্নবী।
রাতেই নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনায় এজাদুল ও তার ছেলে আশরাফুল এবং তুহিনকে আটক করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আফজাল হোসেন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এফএ