বাংলা৭১নিউজ, মাহবুব রহমান সুমন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজসহ দুই মাদক কারবারী যুককে আটক করেছে । এ সময় তাদের ব্যবহৃত একটি ১০০ সিসি বাজাজ সিটি মোটর সাইকেলও জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে কাশিপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা কাশিপুর ইউনিয়ন পরিষদের পাশে মাদক উদ্ধারে ফাঁদ পাতেন। এ সময় ওই পথ দিয়ে দুই মাদক চোরাকারবারী মোটর সাইকেল যোগে গাঁজা নিয়ে যেতে থাকলে বিজিবি’র সদস্যরা ধাওয়া করে ৫ কেজি গাঁজাসহ তাদের আটক করেন। আটককৃত মাদক কারবারীরা হলেন,উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর সেনপাড়া গ্রামের জ্যোতিশ চন্দ্রের ছেলে নিতাই চন্দ্র (২৮) ও একই গ্রামের সন্তোষ চর্ন্দের ছেলে খোকন চন্দ্র (১৯)। পরে দুপুর ১২ টায় বিজিবি তাদেরকে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে।
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস